গণতন্ত্র অর্জনের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানাল জান্তাপ্রধান

শনিবার, ২৭ মার্চ ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ

গণতন্ত্র অর্জনের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানাল জান্তাপ্রধান
apps

মিয়ানমারের জনগণকে রক্ষা ও গণতন্ত্র অর্জনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। শনিবার (২৭ মার্চ) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানী নেপিডোতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেন হলাইং।

এ সময় তিনি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ তিনি উল্লেখ করেননি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

মিন অং হ্লাইং বলেন, জনগণকে রক্ষা ও দেশে শান্তি আনতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। গণতন্ত্র রক্ষা করার জন্য সেনাবাহিনী পুরো জাতির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়।

এর আগে শনিবার ভোরে ইয়াঙ্গুনের দালা এলাকায় জান্তিবিরোধী বিক্ষোভে নামলে তাদের ওপর গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

Development by: webnewsdesign.com