খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার আহ্বান স্বজনদের

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৪ অপরাহ্ণ

খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার আহ্বান স্বজনদের
apps

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই খারাপ’ জানিয়ে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।একই সঙ্গে এখনই সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে না পাঠালে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন।মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই আশঙ্কার কথা জানান সেলিমা ইসলাম।তিনি বলেন, ‘আজকে তার (খালেদা জিয়া) শরীর খুবই খারাপ। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছে না। সরকারকে বলছি, মানবিক দিকটি বিবেচনা করেন। উনার এই শারীরিক অবস্থা, শ্বাসকষ্ট, উনার বয়স তাদের (সরকার) বিবেচনা করা উচিত।খালেদা জিয়ার বোন বলেন, ‘মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি বা জামিন দেওয়া উচিত। সরকারের কাছে আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।’সর্বশেষ গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেন।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ-তে ভর্তি আছেন তিনি।

Development by: webnewsdesign.com