মরণঘাতী করোনার তান্ডব এখনো থামেনি। সময় যত যাচ্ছে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ততই বেড়ে চলেছে। মৃত্যুর মিছিলেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। আগামী কয়েক মাস কয়েকটি দেশে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে। বিপজ্জনক পথে রয়েছে কয়েকটি দেশ।
শুক্রবার সংস্থার প্রধান ড. তেদরোস আধানম গেব্রিয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দিয়েছেন।
এসময় তিনি বলেন, আরও অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে বলবো, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে হুশিয়ারি দিয়ে বলেছি সবাইকে, আমি আবারও বলেতে চাই। এটি মহড়া নয়।
Development by: webnewsdesign.com