ক্যামেরুন লোকজনের ওপর ভূমিধস, নিহত ১৪

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | ১২:৫৪ অপরাহ্ণ

ক্যামেরুন লোকজনের ওপর ভূমিধস, নিহত ১৪
ক্যামেরুন লোকজনের ওপর ভূমিধস, নিহত ১৪
apps

ক্যামেরুনের ইয়াউন্ডেতে একটি অন্ত্যেস্টিক্রিয়ায় অংশ নেওয়া লোকজনের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।

ক্যামেরুনের গভর্নর নাসেরি পল বিউ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা মাটির নিচে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আর কোনো মৃতদেহ আছে কিনা সেটি তারা খুঁজে দেখছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াউন্ডের পূর্বাংশে শ্রমিক অধ্যুষিত এলাকা দামাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বহুলোক পাহাড়ি এলাকায় ৬০ ফুট উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিল, ওই বাঁধটিই তাদের একাংশের ওপর ধসে পড়ে। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া কিন্তু ভূমিধস থেকে বেঁচে যাওয়া ম্যারি ক্লেয়ার ম্যানডুগা (৫০) বলেন, ‘আমরা মাত্র নাচ শুরু করেছিলাম, তখনই ভূমিধসটি ঘটে।’

Development by: webnewsdesign.com