কেউ ভয়ে সরকারের অনিয়ম নিয়ে কথা বলছে না: জিএম কাদের

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ | ৩:৪৪ অপরাহ্ণ

কেউ ভয়ে সরকারের অনিয়ম নিয়ে কথা বলছে না: জিএম কাদের
apps

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলব এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা মিছিল-মিটিং করলেই তাদের মামলা দেওয়া হচ্ছে। এমনকি হেলমেট বাহিনী দিয়ে তাদের দমন করা হচ্ছে। কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না।

বৃহস্পতিবার বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, যারা বিদ্যুৎ খাতের উন্নয়ন করছে, তারা সরকারের নিকট ৩০ হাজার কোটি টাকা বকেয়া পাবে। দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ঋণ দিতে বলা হয়েছে। অথচ এই টাকা দিয়ে বিদ্যুৎ খাতের উন্নয়ন হবে, নাকি দেশের বাইরে পাচার হবে বলা যাচ্ছে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রত্নার সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর সোহেল রানা এমপি, নূর ইসলাম তালুকদার এমপি, কেন্দ্রীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এমপি, ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় নেতারা।

Development by: webnewsdesign.com