কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যার ঘটনায় ১২ মিলিয়ন ডলার জরিমানা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪৬ পূর্বাহ্ণ

কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যার ঘটনায় ১২ মিলিয়ন ডলার জরিমানা
apps

কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যার ঘটনায় ১২ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিল শহরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১৩ মার্চ ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালিয়ে হত্যা করা হয়েছিল ব্রিয়না টেইলরকে। পুলিশ যখন ব্রিয়নার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন তখন ঘুমিয়ে ছিলেন তিনি। পুলিশ তাকে বেশ কয়েকটি গুলি করে। পরে ২৬ বছরের ব্রিয়না মারা যান। যার খোঁজে পুলিশ সেদিন ওই অ্যাপার্টমেন্ট অভিযান চালায় তিনি সেখানেই ছিলেনই না। সেই অ্যাপার্টমেন্টেও কোনো মাদক পাওয়া যায়নি।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মারা যান। তার মৃত্যুর পর দেশটিতে বর্ণবাদবিরোধী আন্দোলন জোরদার হয়। সেসময় ফের আলোচনায় চলে আসে ব্রিয়না হত্যার বিষয়টি।

Development by: webnewsdesign.com