কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা : এম পি জয়

সোমবার, ০৮ জুলাই ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ

কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা : এম পি জয়
apps

সিরাজগন্জের কাজিপুরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ ২০২৪-২৫ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৮ জুলাই দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন

প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়। এই সময় তিনি বলেন, “কৃষিকাজে এবং কৃষকের দিক বিবেচনা করে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে সব চেয়ে বড় শক্তি এই কৃষি সেক্টর।তাই কৃষকদের সার্বিক সহযোগিতা ও কৃষি প্রনোদনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতিত স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোন রাষ্ট্র নায়কের পক্ষে যাহা সম্ভব হয়নি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন । বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন ,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান সহ উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ সহ ইউপি সদস্য বৃন্দ ও সুবিদাভোগি কৃষকগণ ।

অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৫০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধান বীজ,১০ কেজি ডিএ পি ১০কেজি এম ও পি সার পাবে।

Development by: webnewsdesign.com