কুয়াশাচ্ছন্ন শীতের রাতেও চলছে ওসি’র সচেতনতামূলক প্রচারণা

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ৯:২৮ অপরাহ্ণ

কুয়াশাচ্ছন্ন শীতের রাতেও চলছে ওসি’র সচেতনতামূলক প্রচারণা
apps

ঠাকুরগাঁওয়ে কুয়াশাচ্ছন্ন শীতের রাতেও চলছে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: তানভিরুল ইসলামের সচেতনতা মূলক প্রচারণা।

ঠাকুরগাঁও সদর থানার অন্তর্ভূক্ত বরুনাগাাঁও, কালুক্ষেত্র, ঠাকুরগাঁওরাড রোড সহ শহরের পৃথক পৃথক স্থানে রবিবার রাতে চুরি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নির্মুল সহ সকল প্রকার অরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে প্রচারণা করেছেন ওসি তানভিরুল ইসলাম।

বিট পুলিশিং এর কার্যক্রমের অংশ হিসেবে সচেতনতা মূলক প্রচারণার সময় ওসি তানভিরুল মানুষের উদ্দেশ্যে বলেন, আপনার পুলিশ আপনার পাশে আছে। যে কোন প্রয়োজনে পুলিশকে খবর দিন। সমাজে বিভিন্ন রকম অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিন পুলিশ আপনার দেওয়া বস্তুনিষ্ঠ তথ্য আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার পরিচয় গোপন রাখবে পুলিশ।

এ সময় ঠাকুরগাঁও রোড ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেব, স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, সালন্দর ইউনিয়নের ৩ নং বরুনাগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলাল উদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওসি তানভিরুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনিও সহযোগিতা প্রত্যাশা করেন। সেই সাথে পুলিশকে সব রকম সাহায্য করার কথা জানান স্থানীয় জনগণ।

Development by: webnewsdesign.com