কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র ধাওয়া পানিতে লাফ দিয়ে ১ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ | ১২:৪৩ অপরাহ্ণ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র ধাওয়া পানিতে লাফ দিয়ে ১ জনের মৃত্যু
apps

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারত থেকে গরু পাচারের সময় বিএসএফ’র ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী জিঞ্জিরাম নদীতে লাফ দিয়ে খয়বর আলী (৫২) নামে বাংলাদেশী গরু চোরাকারবারীর মৃত্যু হয়েছে। নিহত খয়বর আলী রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের পুত্র।দাঁতভাঙ্গা ইউপি সদস্য মিজানুর রহমান জানান,বুধবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ নং আর্ন্তজাতিক সীমানা পিলারের কাছে ১০ থেকে ১২জন বাংলাদেশী চোরাকারবারী গরু আনতে যায়। এসময় বিজিবি’র টহল দলের নজরে পড়লে তারা সেখানে লুকিয়ে পড়ে।কিন্তু খয়বর আলী সকলের অজান্তে বাংলাদেশের থেকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।এসময় ভারতের কুকুরমরা বিএসএফ ক্যাম্পের সদস্যদের খয়বর আলী চোখে পড়লে বিএসফ তাকে ধাওয়া করে।প্রাণ ভয়ে খয়বর আলী দৌড়ে গিয়ে ব্রীজের উপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেয়।এরপর থেকে সে নিখোঁজ হয়ে পড়ে।এদিকে,বিজিবি বুধবার দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী খয়বর আলীর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত খয়বর আলীর লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com