কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | ৫:২২ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
apps

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নুরনবী মিয়া (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাতে উপজেলার খলিশাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর সীমানা পিলারের কাছে তাকে আটক করেছে বিএসএফ সদস্যরা।নুরনবী মিয়া উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে।বিজিবি ও এলাকাবাসি জানায়, আটককৃত নুরনবী দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করছিলেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ভারতের ৩৮-বিএসএফ ব্যাটলিয়নের অধীন কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে আটক হয়।এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম তৌহিদ-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃত বাংলাদেশি যুবককে ফেরত আনার প্রক্রিয়া চলছে। তাকে ফেরত আনার পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Development by: webnewsdesign.com