কুষ্টিয়া পৌর-নির্বাচনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জিনাত খাতুন জনপ্রিয়তার শীর্ষে

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

কুষ্টিয়া পৌর-নির্বাচনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জিনাত খাতুন জনপ্রিয়তার শীর্ষে
apps

আগামী ১৬ই জানুয়ারী কুষ্টিয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ১৯ ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে জিনাত খাতুন কাউন্সিলর পদে প্রার্থী হয়ে তিনটি ওয়ার্ডের ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জিনাত খাতুন অনেক আগে থেকেই উক্ত ওয়ার্ডের নিরীহ ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্রকার সমাজ সেবামূলক কর্মকান্ড করেছেন এখনো নিঃস্বার্থভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

তবে তিনটি ওয়ার্ডের এক জরিপে লক্ষ্য করা গেছে বর্তমানে তিনি সৎ ও যোগ্য কাউন্সিলর হিসাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। জিনাত খাতুন জগতির মৃত আকবর আলীর কন্যা ও চৌড়হাঁস এলাকার স্থায়ী বাসিন্দা সলেমান শাহের সহধর্মিনী। জিনাত খাতুন তিনি কৃষকলীগের একজন নেত্রী হিসাবে ও ব্যাপক পরিচিতি আছে তার। তার স্বামী সোলেমান শাহ ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

কাউন্সিলর প্রার্থী জিনাত খাতুনের সাথে কথা বললে তিনি বলেন, আমি ইতিপূর্বে আমার নির্বাচনী এলাকার অসহায় নিপীড়িত মানুষের পাশে সুখে দুখে সবসময় তাদের পাশে ছিলাম আছি এবং থাকবো। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র কুষ্টিয়ার উন্নয়ন যেন কোন প্রকার বিঘ্ন না ঘটে এবং তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকাতে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করছি এবারের নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন বলে আমি মনে করি।

Development by: webnewsdesign.com