কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | ৪:২৬ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
apps

কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২ টায় শুরু হওয়া এই অবরোধে ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেনে গাড়ি চলাচল বন্ধ। এতে করে অন্তত ৩০ কিলোমিটার যানজট লেগেছে।

মাইক্রোবাস চালক জনি জানান, গত একঘণ্টা যাবত তিনি মহাসড়কে আটকে আছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যেতে পারছেন না। বাস চালক মো. কামাল হোসেন বলেন, কোটবাড়ি থেকে যাত্রী পরিপূর্ণ হওয়ার পর যখন ঢাকামূখী হয়ে গাড়ি স্টার্ট করলেন তখনই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এখন আমরা অপেক্ষা করছি কখন আন্দোলন থামবে।

শিক্ষার্থী রাশেদ ইবনে নূর জানান, ৭১ এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্যের জন্য না। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে নূর বলেন, কোটা সংস্কার করা উচিৎ। ৩০ ভাগ কোটা রাখা হচ্ছে মেধাবীদের অবমূল্যায়ন করা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৩ তম ব্যাচের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মোঃ আনাস জানান, তিনিসহ সহস্রাধিক শিক্ষার্থী কোটাপ্রথা বিরোধী আন্দোলন করছেন। তারা দাবি আদায় করে তারপর আন্দোলন শেষ করবেন।

আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা চলছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। তিনি জানান, তিনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য উপস্থিত রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।

Development by: webnewsdesign.com