কি‌শোরগ‌ঞ্জে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু..

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ২:৩৯ অপরাহ্ণ

কি‌শোরগ‌ঞ্জে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু..
apps

কি‌শোরগঞ্জের বা‌জিতপু‌রে আন্তঃনগর ট্র্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ২ ঘণ্টা ৩০ মিনিট পর কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ-‌ভৈরব রু‌টে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

আখাউড়া থে‌কে বিকল্প ইঞ্জিন আসার পর সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

রেলও‌য়ে সূত্র জানায়, ঢাকা থে‌কে কি‌শোরগঞ্জগামী এগার‌সিন্ধুর প্রভা‌তির ট্রেন‌টি বা‌জিতপুর উপ‌জেলার কোনাপাড়া এলাকায় যা‌ওয়ার পর সোমবার সকাল ১০টার দি‌কে ট্রে‌নের ইঞ্জিন বিকল হ‌য়ে প‌ড়ে। এতে ওই রু‌টে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে। প‌রে আখাউড়া থে‌কে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

রেলও‌য়ের উপসহকা‌রী প্র‌কৌশলী মো. জালাল উদ্দিন জানান, বিকল্প ইঞ্জিন আসার পর সোমবার দুপুর সা‌ড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভা‌বিক হয়।

Development by: webnewsdesign.com