কিশোরগঞ্জে করোনার ভ্যাকসিন নিলেন ৫৮৭ জন

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৩৫ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে করোনার ভ্যাকসিন নিলেন ৫৮৭ জন
apps

কিশোরগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিজে টিকা নিয়ে জেলা পর্যায়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এরপর টিকা নেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. এহসানুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমা জোহরা আক্তার, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ।

এছাড়া আরও টিকা নেন জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসক, নার্স, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৫৫ বছরের উর্ধ্বের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে একযোগে টিকা দেয়ার কার্যক্রম চলে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, প্রথম দিন কিশোরগঞ্জ জেলায় ৫৮৭ জন টিকা গ্রহণ করেছেন। প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এরপর পর্যায়ক্রমে অন্য সবাই টিকা পাবেন।

Development by: webnewsdesign.com