কাশ্মীরে পাকিস্তানের তৈরি দীর্ঘ আরেকটি সুড়ঙ্গের সন্ধান: ভারতের উদ্বেগ

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ৬:৩৪ অপরাহ্ণ

কাশ্মীরে পাকিস্তানের তৈরি দীর্ঘ আরেকটি সুড়ঙ্গের সন্ধান: ভারতের উদ্বেগ
apps

জম্মু ও কাশ্মীরে ফের পাকিস্তানের তৈরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। গত ১০ দিনে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান মেলায় সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ বেড়েছে ভারতের। দিল্লির দাবি, ১৫০ মিটার লম্বা ওই সুড়ঙ্গ দিয়ে ভারতে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটাত পাকিস্তান।

শনিবার এক বিএসএফ কর্মকর্তা জানান, ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুড়ঙ্গের জাল তৈরি করেছে পাকিস্তান। গোপন সূত্রের ভিত্তিতে সুড়ঙ্গের সন্ধানের অভিযানে নামেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩৯ মিটার গভীর সুড়ঙ্গটির অবস্থান কাঠুয়া জেলায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ-এর পানসর ঘাঁটির কাছে ১৪ ও ১৫ নম্বর বর্ডার পোস্ট দু’টির মাঝামাঝি। সীমান্তের অন্য পারে রয়েছে পাকিস্তানের শাকরগড় জেলার আভিয়াল ডোগরা এবং কিংরে-দি-কোঠে সীমান্তঘাঁটি।

ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শাকরগড়ে রয়েছে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, যার দায়িত্বে রয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের কম্যান্ডার কাশিম জান। এই কাশিম জান গত ১৯ নভেম্বর জম্মুর নাগ্রোটায় সন্ত্রাসবাদী সংঘর্ষে জড়িত এবং ২০১৬ সালে পাঠানকোটে সেনার বিমানঘাঁটি আক্রমণকাণ্ডে প্রধান অভিযুক্ত। ভারতে জইশ জঙ্গিদের অন্যতম প্রধান নির্দেশকও কাশিম জান।

Development by: webnewsdesign.com