কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ..

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ৩:১৩ অপরাহ্ণ

কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ..
apps

পুড়েই চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। দমকল বাহিনীর শত চেষ্টাতেও বাগে আনা যাচ্ছে না আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।

দাবানল এখন পর্যন্ত ১২টিরও বেশি অঙ্গরাজ্যের ছড়িয়ে পড়েছে। ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া আশ্রয় হারানোর শঙ্কায় রয়েছে ৫ লাখ মানুষ।

এবারের দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ও বনাঞ্চলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ঢেকে আছে দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ফলে গোটা আকাশ লাল কমলা বর্ণ ধারণ করেছে।

একজন বলেন, ৩৫ বছরেও এমন দাবানল দেখিনি। যেটা দিনের আলোকেও কালো করেছে। সূর্যের আলো দেখতে পাচ্ছি না।

ইতোমধ্যে ২০ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে অর্ধলক্ষাধিক নির্মাণাধীণ ভবন। দাবানলকে সবচেয়ে বড় বিপর্যয় ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাছ করে যাচ্ছে ১৭ হাজারেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী। তবে কোন ভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না এই দাবানল।

জানা গেছে, বজ্রপাত থেকে দাবানলের সূত্রপাত। সেই থেকেই গত ১ মাস ধরে জ্বলছে বনভূমি। পুড়ছে বাড়িঘর। তবে দাবানলে এখন পর্যন্ত কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com