কারাবন্দি খালেদা জিয়া জামিনের আবেদন প্রস্তুত

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২:১৫ অপরাহ্ণ

কারাবন্দি খালেদা জিয়া জামিনের আবেদন প্রস্তুত
apps

দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন প্রস্তুত হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে জামিনের আবেদন করবেন তিনি। আগামীকাল হাইকোর্টে এই জামিন আবেদন দাখিল করা হবে বলে খালেদা জিয়ার আইনজীবীদের একটি সূত্র জানিয়েছে। জামিন পেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। সেখানে খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে আলোচনা হয়। গত ১২ ডিসেম্বর এই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করে আপিল বিভাগ। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ওই আবেদন করা হয়েছিলো। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ জজ আদালত-৫। ওই বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডসহ জরিমানা করে বিচারিক আদালত। ওই দিন থেকে তিনি কারাগারে।তবে পরে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।

 

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসনের আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

Development by: webnewsdesign.com