কাতার বিশ্বকাপে অনিশ্চিত সন

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | ১২:৪৭ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপে অনিশ্চিত সন
apps

কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ১৬ দিন। এর আগে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ কোরিয়া। চোখে আঘাত পেয়েছেন দলটির সেরা তারকা সন হিউং-মিন। করাতে হবে অস্ত্রোপচার।

এতে তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে চোট পান সন। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর সনকে তুলে নেওয়া হয়। বিবৃতিতে সনের ক্লাব টটেনহাম জানিয়েছে, ‘বাঁ চোখে আঘাত পেয়েছেন সন হিউং-মিন এবং তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হবে।

পুনর্বাসন প্রক্রিয়ার পর কবে নাগাদ মাঠে ফিরতে পারবে তিনি, তা জানায়নি ইংলিশ ক্লাবটি। বিশ্বকাপে সনকে না পেলে বড় ধাক্কা খাবে এশিয়ার দেশটি। সনের ওপরই অনেকটা নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। জাতীয় দলে ১০৪ ম্যাচে ৩৫ গোল করেছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার সঙ্গী পর্তুগাল, ঘানা ও উরুগুয়ে। ২৪ নভেম্বর দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোরিয়া।

Development by: webnewsdesign.com