কাজিপুর পৌরসভায় উন্নয়নের জোয়ার

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ | ৮:১২ অপরাহ্ণ

কাজিপুর পৌরসভায় উন্নয়নের জোয়ার
apps

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র শপথ গ্রহনের পর থেকেই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি ০৯/০২/২০২১ তারিখে প্রথম অধিবেশন শুরু করে ২২/০২/২০২১ তারিখ থেকে পৌরসভার বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ শুরু করেন। নতুন মেয়রের সংস্পর্শে উন্নয়নের ছোঁয়া লেগেছে পৌর এলাকার প্রতিটি ক্ষেত্রে। ইতোমধ্যে সেই চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ পরিদর্শন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । ১৮ তারিখে পৌর সভার অফিস থেকে প্রাপ্তে তথ্যে জানা যায় এবং মাঠ পর্যায়ে সরোজমিনে দেখা যায় উল্লেখযোগ্য কাজ গুলো হলো; ব্রীজ তিনটি, প্রক্রিয়াধীন রয়েছে পাঁচটি, যার নির্মান ব্যয় প্রায় এক কোটি টাকা। কালভার্ট-দুটি,মাটির রাস্তা আট – দশ টি যা পৌর এলাকায় বিয়াড়া,আলমপুর ও পলাশবাড়ীতে। যেমন পৌরসভার কলােনী পাড়া হইতে তাহের মাষ্টার বাড়ীর পাকা রাস্তা পর্যন্ত মাটির নতুন রাস্তা। কলােনি পাড়া পাকা রাস্তা হইতে খামার পাড়া ব্রিজ পর্যন্ত মাটির নতুন রাস্তা । আলমপুর নবী ফকিরের বাড়ি থেকে শুরু করে মজিদের বাড়ি সামনের রাস্তা সাথে সংযুক্ত করে মাটির নতুন রাস্তা ।সাবেক এমপি শফিকুল ইসলামের বাড়ির সামনে অচল ব্রিজের দুপাশে মাটি ভরাট করে সচল করার কাজ সহ আলমপুরে হইতে পলাশ বাড়ি খাল পর্যন্ত।এছাড়াও কয়েকটি খাল খনন কাজ করেছেন।পাকারাস্তা – সাতটি বরাদ্দ প্রায় সাড়ে সাত কোটি টাকা। উল্লেখযোগ্য পাকারাস্তা হলো আলমপুর হেলিপোর্ট হতে চরপাড়া এল জি ডি ব্রীজ পর্যন্ত ৮৫০ মিটার, বিয়াড়া নুরনুবী উচ্চ বিদ্যালয় থেকে নাজমা কাউন্সিলরের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার,উপজেলা আরএস ডি হতে আলমপুর ফকির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার, আলমপুর চৌরাস্তা পৌরসভার সুপার মার্কেট হতে পৌরসভা জামেমসজিদ পর্যন্ত ৩০০ মিটার আর সি সি ঢালাই কাজের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এছাড়া একটি ড্রেন প্রক্রিয়াধীন রয়েছে যায় বরাদ্দ প্রায় দেড় কোটি টাকা। পৌরসভার গুরুত্বপূর্ণ জায়গা বা স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। কাজগুলো পৌরসভার বরাদ্দ, এমপির বরাদ্দ, কুয়েত- বাংলাদেশ প্রকল্প,টি আর বরাদ্দ থেকে করা হচ্ছে। পরিদর্শন কালে প্রকৌশলী তানভীর শাকিল জয় কর্মকান্ড সন্তোষজনক পেয়ে পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান কে ধন্যবাদ জানান। পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার এ প্রতিনিধিকে বলেন “,শেখ হাসিনার সরকার অবকাঠামো উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।মানুষের মৌলিক চাহিদাপুরনের পাশাপাশি সকল অবকাঠামোগত কাজ করে যাচ্ছে। সেই কাজ গুলো সঠিকভাবে করতে মানুষের সকল চাহিদা মেটাতে পৌর বাসির সকল সেবা নিশ্চিত করতে আমার সহযোগিতা কোন কমতি থাকবে না । প্রকল্পের আওতায় সকল কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নির্দিস্ট সময়ে মধ্যে শেষ করতে চেষ্টা চালিয়ে যাাচ্ছি।প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর গড়া এ কাজিপুরে তারই সুযোগ্যপুত্র সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর সহযোগিতায় পৌর বাসির জীবন মান উন্নয়ন ও সচলায়তনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।” উল্লেখিত কাজ গুলো সুুুুস্ঠভাবে সম্পন্ন হলে পৌর এলাকায় মানুষের জীবন মানের ইতিবাচক পরিবর্তন ও আর্থসামাজিক উন্নয়ন হবে বলে প্রত্যাশা পৌরবাসি।

Development by: webnewsdesign.com