সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র শপথ গ্রহনের পর থেকেই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে যাচ্ছেন। সেই চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ পরিদর্শন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । ১১ই জানুয়ারি দুপুরে পৌরসভার কলােনী পাড়া হইতে তাহের মাষ্টার বাড়ীর পাকা রাস্তা পর্যন্ত মাটির নতুন রাস্তা ।কলােনি পাড়া পাকা রাস্তা হইতে খামার পাড়া ব্রিজ পর্যন্ত মাটির নতুন রাস্তা । আলমপুর নবী ফকিরের বাড়ি থেকে শুরু করে মজিদের বাড়ি সামনের রাস্তা সাথে সংযুক্ত করে মাটির নতুন রাস্তা ।সাবেক এমপি শফিকুল ইসলামের বাড়ির সামনে অচল ব্রিজের দুপাশে মাটি ভরাট করে সচল করার কাজ সহ আলমপুরে হইতে পলাশ বাড়ি খাল খনন কাজের পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রকৌশলী তানভীর শাকিল জয় কর্মকান্ড সন্তোষজনক পেয়ে বলেন, চলমান কাজ নির্দিস্ট সময়ে শেষ করার পরামর্শ দেন এবং কাজগুলো যথাযথ প্রক্রিয়ায় শেষ করতে দিক নির্দেশনা দেন । তিনি আরও বলেন,শেখ হাসিনার সরকার অবকাঠামো উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।মানুষের মৌলিক চাহিদাপুরনের পাশাপাশি সকল অবকাঠামোগত কাজ করে যাচ্ছে। মানুষের সকল চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।পৌর বাসির সকল সেবা নিশ্চিত করতে আমার সহযোগিতা কোন কমতি থাকবে না বলে জানিয়েছেন। এ সময় তিনি পৌর এলাকার বেশ কয়েকটি মাটির নতুন রাস্তা ও তিনটি ব্রীজ পরিদর্শন করেন। কাজিপুর পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার বলেন, প্রকল্পের আওতায় সকল কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নির্দিস্ট সময়ে মধ্যে শেষ করতে চেষ্টা চালিয়ে যাাচ্ছি।পৌর বাসির জীবন মান উন্নয়ন ও সচলায়তনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ পৌর কাউন্সিলর বৃন্দ ও উপজেলা আঃলীগের নেতৃবৃন্দ। উল্লেখিত কাজ গুুলো সুুুুস্ঠভাবে সম্পন্ন হলে পৌর এলাকায় মানুষের জীবন মানের ইতিবাচক পরিবর্তন হবে।
Development by: webnewsdesign.com