কাজিপুরে ১১৯ গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ

কাজিপুরে ১১৯ গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ
apps

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১৯ জন গ্রাম পুলিশের মাঝে পবিত্র ঈদুল আযহার পূর্বমুহূর্তে যাতায়াতের স্বপ্নপূরণে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।৭ জুলাই বৃহস্পতিবারবেলা এগারটায় উপজেলা পরিষদ খেলার মাঠে ২০২১-২০২২ অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতায় কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সাইকেল বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেক গ্রাম পুলিশকে দুই সেট পোশাক, একটি ব্যাগ, টর্চ লাইট ও লাঠি দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেনকাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আগের যেকোন সময়ের চেয়ে গ্রাম পুলিশ এখন অনেক দায়িত্ব পালন করছেন। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম তারই উদাহরণ। আশা করি নতুন বাইসাইকেলে চেপে আপনাদের দায়িত্ব পালনে আরও আন্তরিকতার পরিচয় দেবেন। আপনাদের যাতায়াতের কষ্ট অনেকখানি লাঘব হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক , উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লাসহ জনপ্রতিনিধি বৃন্দ। এদিকে বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।

Development by: webnewsdesign.com