সিরাজগঞ্জের কাজিপুরে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা (৫৪৯০) কেজি সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে কাজিপুর পৌরসভার বেড়িপোটল গ্রামে উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করে।
কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সেনাবাহিনীর একটি টিম বেড়িপোটল গ্ৰামের সাবেক প্রধান শিক্ষক
জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাধ্যমে সিলগালা করে দেওয়া হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ির ভিতরে একটি গুদামে ১৮৩ বস্তা সরকারি চাল জব্দ করেন। চাল গুলো সরকারি চালের বস্তা চেন্জ করে নাজিরশাইল চালের বস্তায় রাখা হয়েছিল, আমি গিয়ে চাল গুলো সিলগালা করে রেখেছি খাদ্য অফিসে ফোনে আমি কাউকে পাইনি, সকালে তাদের সাথে নিয়ে গিয়ে চালগুলো উদ্ধার করে খাদ্য অফিসে পাঠানোর নির্দেশনা দেন । এ বিষয়ে শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।
Development by: webnewsdesign.com