কাজিপুরে সমবায় সুপার নিউ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ | ৫:৪৭ অপরাহ্ণ

কাজিপুরে সমবায় সুপার নিউ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন
apps

সিরাজগঞ্জের কাজিপুরের ঐতিহ্যবাহী মেঘাই বাজারে সমবায় সুপার নিউ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মেঘাই পুরানত বাজারে যৌথ মালিকানাধীন সমবায় সুপার নিউ মার্কেটের ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, নবনির্বাচিত পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।

আরো উপস্থিত ছিলেন, উক্ত মার্কেট ব্যবস্থাপণা কমিটির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি সাবেক কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, জহুরুল ইসলাম ফারুক, এস,এইচ,এম সাইদুল ইসলাম, কোষাধক্ষ্য এস,এম চাঁন মিঞা, সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, ইউপি সদস্য আব্দুল আউয়াল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, মার্কেট কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, ৪৩ সদস্যের যৌথ মালিকানাধীন ১৩১ শতাংশ জমির উপর বহুতল বিশিষ্ট অত্যাধুনিক মার্কেটের নিচ তলায় থাকবে মার্কেটের জন্য বরাদ্দ, ২য় তলায় থাকবে, ব্যাংক, বীমা, এনজিও, ক্লিনিকসহ অন্যান্য অফিস, ৩য় তলায় থাকবে আবাসিক হোটেল। মার্কেটটিতে ১০০টির অধিক রুম থাকবে নিচ তলায়, যেখানে যে কেউ দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারবে।

Development by: webnewsdesign.com