কাজিপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | ৮:৪৬ অপরাহ্ণ

কাজিপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
apps

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের কাজিপুরের আয়োজনে উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশন (মেঘাই) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা কিরআত, আযান, হামদ, নাত, রচনা, উপস্থিত বক্তব্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের কাজিপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মাহবুবুল আলম । উপস্থিত ছিলেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মেঘাই এম এম বি পি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ সানোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও মডেল কেয়ারটেকার গন প্রমুখ।

Development by: webnewsdesign.com