কাজিপুরে শিক্ষার উন্নয়নে প্রধানশিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত 

বুধবার, ১৬ মার্চ ২০২২ | ৭:১০ অপরাহ্ণ

কাজিপুরে শিক্ষার উন্নয়নে প্রধানশিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত 
apps
করোনাকালীন সময়ে  শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্থবির হওয়ায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ পুর্বাস্থায় ফিরে আনার লক্ষ্যে কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান উন্নয়ন ও সচলায়তনের জন্য গুরুত্বপূর্ণ  বক্তব্য  রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। শিক্ষা মান সম্মত পরিবেশ ফিরে আনতে করনীয় নির্ধারনে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম আবু জুবায়ের এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার মজুমদার, জহুরা তহুর, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, হাফিজুর রহমান ও শাহানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী। উল্লেখ যে গত ১৫ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন পরে পৃর্নাঙ্গ পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

Development by: webnewsdesign.com