জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী ১০৫তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নানা আয়োজন করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আঃলীগ।
সোমবার দুপুরে উপজেলা আ.লীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ শহিদ এম মনসুর আলী এর পৌত্র তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, কাজিপুরকে নৌকার ঘাটি বলা হয় শহীদ এম মনসুর আলীর কারণেই।
আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্যে জাতীয় চার নেতা অবিচ্ছেদ্য শহিদ এম মনসুর আলী সিরাজগঞ্জ এ জম্মগ্রহন করেছিলেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নাম থাকবে।তার কারণে কাজিপুর কে সারা বাংলার মানুষ চেনে।তিনি জনবান্ধব নেতা হওয়ার কারণে কাজিপুরে আঃলীগের রাজনীতি সমৃদ্ধ হয়েছে। শহিদ এম মনসুর আলীর স্বপ্ন কে বাস্তবায়ন করেছেন আমার পিতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম। তার আর্দশকে লালন পালন করে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তৃনমুলের সমর্থন এবং অণুপ্রেরনা আমার বড় শক্তি।
কাজিপুর উপজেলা আ.লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন। উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কৃষকলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ। মাওলানা আব্দুল মোতালেব হোসেন মোনাজাত পরিচালনা করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা বৃন্দ, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আতিকুর রহমান মুকুল, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা আঃলীগের সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি – সাধারণ সম্পাদক বৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে অতিথি বৃন্দ কাজিপুর স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।উল্লেখ শহিদ এম মনসুর আলী সিরাজগঞ্জ এ কুড়িপাড়ায় ১৯১৭ সালে ১৬ জানুয়ারি জম্ম গ্রহন করেন।
Development by: webnewsdesign.com