সিরাজগন্জের কাজিপুরে চরাঞ্চলে যমুনা নদীতে দুটি নৌকার মুখামুখি সংঘর্ষে ১৯ টি গরু পানিতে ডুবে মৃত্যুের ঘটনা ঘটেছে।৭ ই জানুয়ারি দুপুরে উপজেলার নিশ্চিন্ত পুর ইউনিয়নের ৬নং নৌকা ঘাট এলাকার (ডিগ্রিদোরতা) যমুনা নদীতে ১টি গরুবাহী নৌকা ডুবে ১৯টি গরুর মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে বগুড়ার সারিয়াকান্দি থেকে গরুবোঝাই একটি নৌকা জামালপুর সরিষাবাড়ির পিংন্না হাটে যাওয়ার পথে নিশ্চিন্ত পুর ৬ নং ঘাট এলাকায়( জজিরা) যমুনা নদীতে আসার পর বিপরীত দিক থেকে আসা ১ টি বালিবাহী নৌকার সাথে মুখামুখি সংঘর্ষ হলে অথ্যাৎ ধাক্কা লাগলে গরুবাহি নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এতে নৌকায় থাকা ২২টি গরু ডুবে যায়। ব্যাপারিরা ৩ টি গরু উদ্ধার করলেও বাকি ১৯ টি গরুডুবে মারা যায়। স্থানীয় নিশ্চিন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার জানান, খবর পেয়ে কাজিপুর থানার নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে তবে বালুবাহী নৌকাকে ধরতে পারেনি।এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।অভিযোগ পেলে ব্যবস্থানেওয়া হবে।
Development by: webnewsdesign.com