কাজিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সোমবার, ২৭ মার্চ ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

কাজিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
কাজিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
apps

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচি মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর উপজেলা প্রশাসন ।দিবসটি উপলক্ষে ভোরে কাজিপুর উপজেলা স্বাধীনতা স্কয়ারে ৩১ বার তোপধ্বনি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা ,আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার, কুচকাওজ, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোরম কুচকাওয়াজ প্রদর্শিত হয়।কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গাজী এস এম হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত।

দুপুরে তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। ব

ঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে, রনাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙ্গালী স্বাধীনতা সুর্য্য ছিনিয়ে এনেছিল, তাদের ঋণ জাতি কোন দিন শোধ করতে পারবে না। যাদের আত্ন ত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের জানাই আন্তরিক অভিনন্দন।মুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণে এ দেশ স্বাধীন হয়েছে।বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, আলহাজ্ব শওকত হোসেন ,আব্দুর রশিদ,আবু সাইদ খান,শাহজামাল,আব্দুস ছালাম,আখের আলী, মকবুল হোসেন অন্যান্য মুক্তি যোদ্ধা বৃন্দ, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ । অনুষ্ঠান টি পরিচালনা করেন গাজী আব্দুস সালাম । পরে রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

Development by: webnewsdesign.com