কাজিপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

রবিবার, ১২ মার্চ ২০২৩ | ৭:১৪ অপরাহ্ণ

কাজিপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজিপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
apps

মেহেদির রঙে রাঙিয়ে হাত, মন করি রঙিন ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে অনুষ্ঠিত হলো মেহেদি উৎসব ও প্রতিযোগিতা। ১২ মার্চ কাজিপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।উক্ত মেহেদী রাঙানো প্রতিযোগিতায় অংশ নেয় অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক ছাত্রীরা। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন,
“উৎসব মানে মেহেদীর রঙে হাত রাঙানো। প্রাচীনকাল থেকে মেহেদী রঙে হাত সাজানো জনপ্রিয় একটি রীতি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মেহেদির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। ঈদ, বিয়ের উৎসবে হাতের সভা বৃদ্ধি করার প্রধান উপকরণ মেহেদি। শুধু তাই নয় এখন ছোট কিংবা বড় যেকোনো আয়জনে মেহেদির জুড়ি নেই। ধর্মীয় উৎসবেও মেহেদির রঙে হাত রাঙানোর প্রচলন রয়েছে।

এমন অনেক মেয়ে আছেন যারা মন খারাপ হলে মেহেদির রঙে নিজের হাত সাজাতে পছন্দ করে। ছোট -বড় সব বয়সের মেয়েরাই মেহেদি রঙে হাত সাজাতে পছন্দ করে।তাই মেয়েদের পড়াশোনায় মনোযোগী হওয়ার লক্ষ্যে আজকের এ আয়োজন, যাতে মন ও ভালো থাকে পাশাপাশি লেখা পড়ার মনোযোগ বাড়ে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম।

শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণি বিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, রাস্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান,ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মাহবুবুল আলম,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল আমিন, প্রভাষক আনিসুর রহমান এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ সহ আরও অনেকে। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

অনুষ্ঠান টির বিচারক মন্ডলী হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন,বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা, প্রভাষক মরিয়ম আক্তার। এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রভাষকসহঅন্যান্য কর্মকর্তাবৃন্দ বিএন সিসি স্কাউট দল।

Development by: webnewsdesign.com