আজ ৫ অক্টোবর (মঙ্গলবার) ‘বিশ্ব শিক্ষক দিবস’। এবারের প্রতিপাদ্য, ‘শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠার মূলে রয়েছেন শিক্ষকরাই’। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর এদিন দিবসটি উদযাপন করা হয়।
করোনা ভাইরাস মহামারির মধ্যে আজ যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুরের ঐতিহ্যবাহী মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ।
উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ট্রেড ইন্সঃ সাজেদুলকরিম, শফিকুলইসলাম সহকারি শিক্ষক আবদুল কুদ্দুস, আব্দুল আলিম,আবু বকর সিদ্দিক ও রাসেল রানা প্রমুখ।
এ সময় বক্তারা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন,শিক্ষকদের অধিকার ও দাবী আদায়, শিক্ষকের যথাযথ সম্মান ও মর্যাদার প্রাপ্যতা,শিক্ষকের পেশাগত মান উন্নয়ন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষকদের গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ, শিক্ষকের জীবন মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ,শিক্ষা সংশ্লিষ্ট সকল পেশাগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী।
Development by: webnewsdesign.com