কাজিপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ

কাজিপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
কাজিপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতa
apps

সিরাজগঞ্জের কাজিপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের আয়োজনে কাজিপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৩০ নভেম্বর ) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার -এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া আক্তার চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকারিয়া খান আরিফ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারানী সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মন্টু, এস আই নুর আলম,ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক , কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, জেলা নমুনা সংগ্রহকারি কে এম মাসুদরানা প্রমুখ। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ উপজেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।সভাপতি বলেন,নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি উপজেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার।

এ উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন বক্তারা। হাট বাজারে মোড়কবিহীন খাদ্য পণ্যকে মোড়কের আওতায় নিয়ে আসা,, স্থানীয় বাজারে বিভিন্ন শাকসবজীতে যে সামান্য লাভের আশায় রাসায়নিক মিশ্রিত করা হয় তা প্রতিহত করতে বাজারে খাদ্য ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো।

বাজার মনিটরিং জোরদার করা এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ন করা । বিভিন্ন বাজার খাদ্য সংশ্লিষ্টদের নিকট সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সকলকে আইন সম্পর্কে সচেতন করা সর্বোপরি উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহবান জানান বক্তারা।

Development by: webnewsdesign.com