কাজিপুরে নানা আয়োজনে জেল হত্যা দিবস উদযাপন

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ৫:৩৮ অপরাহ্ণ

কাজিপুরে নানা আয়োজনে জেল হত্যা দিবস উদযাপন
কাজিপুরে নানা আয়োজনে জেল হত্যা দিবস উদযাপন
apps

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর শহিদ এম মনসুর আলী সহ জাতীয় চার নেতা শাহাদাত বার্ষিকী তথা জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় ২০২২ পালিত হয়েছে।  ৩ রা নভেম্বর সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদবর্গ,কাজিপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধাবৃন্দ, কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগন্জ – কাজিপুর সাংসদ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর উত্তরসুরী প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম শাহা আলম মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গাজী ইউনুস আলী,গাজী আব্দুস সালাম,মাইজবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম ও মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।প্রধান অতিথি এ সময় বলেন শহিদ এম মনসুর আলী ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। জাতির ক্লান্তিলগ্নে বঙ্গবন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলে মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন শহীদ এম মনসুর আলী।

বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে।’

এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম,সমাজ সেবা অফিসার আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা । এছাড়া উপজেলা বিভিন্ন মসজিদে মসজিদে জহরের নামাজ পড়ার পরে বঙ্গবন্ধু ও জাতীয় নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া উপজেলা আঃলীগের আয়োজনে এদিবসটি যথাযথ মর্যাদায় পালন করে, এ দিবস উপলক্ষে স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যাললয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রেফাজ উদ্দিন। ভারচুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।

Development by: webnewsdesign.com