কাজিপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ

কাজিপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন
কাজিপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন
apps

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে এসো করি সমবায়, দূর হবে সব অন্তরায়, সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’’ – এই প্রতিপাদ্য ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর)উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়। উক্ত র‌্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগন্জ – কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল,কৃষি অফিসার রেজাউল করিম।দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী।কাজিপুর সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক তরিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন লক্ষীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আমজাদ হোসেন।

Development by: webnewsdesign.com