কাজিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস উদযাপন

বুধবার, ০৮ মার্চ ২০২৩ | ১:২৫ অপরাহ্ণ

কাজিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস উদযাপন
কাজিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস উদযাপন
apps

সিরাজগঞ্জের কাজিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আঃলীগ।৭ ই মার্চ এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদবর্গ,উপজেলা আঃলীগ, কাজিপুর থানা, পৌরসভা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরসহনানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিবসটি উপলক্ষে আনন্দ শোভা যাত্রা, শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পরিষদ মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।এতে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ অন্যান্য চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ ।
পরে রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। অপরদিকে

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কাজিপুর স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ষে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা,উপজেলা আঃলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময়, প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, “৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে বাঙালির স্বাধীনতার ঘোষণার উদাত্ত আহ্বানে, বঞ্চিত, নিপীড়িত নির্যাতিত বাঙালি জেগে উঠেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, আজ বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেস্কো ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করে”।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু,উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওন। । সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন তালুকদার , গাজী আব্দুস সালাম, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম রেজা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ

Development by: webnewsdesign.com