কাজিপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

কাজিপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
apps

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কর্তৃক নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। আলমপুর এন,এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জার সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার শামিমা আরা, নবগঠিত কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম নুরুল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীলসমাজ, মুক্তিযোদ্ধা, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসার নবগঠিত সদস্যদের নিয়োগপত্র তুলে দেন এবং উপজেলা নির্বাহী অফিসার কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।

কাজিপুর উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সমাজের বিভিন্ন পেশার ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদি নবগঠিত কমিটি সভাপতি পরিমল কুমার তরফদার, সহ-সভাপতি নুরুল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, আব্দুল কাদের, কামরুন্নাহার হ্যাপি ও হোসনে আরা পারভীন।

Development by: webnewsdesign.com