কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

সোমবার, ১৩ মার্চ ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ

কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন
কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন
apps

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ারদীক্ষা, এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ (সোমবার) সকাল দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম জোবায়ের হোসেন, আবু সাইদ, শিক্ষক সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলম টিয়া, মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন প্রমুখ।এ সময় উপস্থিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।

এসময় বক্তারা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদেরও যার যার অবস্থান থেকে স্মার্ট হতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য নব উদ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সূচনা হলো।’

Development by: webnewsdesign.com