কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ

কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
apps

২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ।গ্রামীণ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়েছে এ বাজেটে।

বুধবার বিকালেঅত্র পরিষদ চত্বরে সভায় সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল । এ বাজেটের আয় ৩৬৪২০০০ টাকা, ব্যয় ৩৪৯২০০০ টাকা ও উদ্বৃত্ত ১,৫০,৪০০ টাকার বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম দুখু।।এ সময়

‘বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো’ স্লোগান নিয়ে উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ( উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, জেলা ফ্যাসিলিলেটর ডি এফ মোহাম্মদ আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন সকল ইউপিসদস্যবৃন্দ, চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিমুল দাইড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল লতিফ, জিসিজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ইউনিয়নের ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Development by: webnewsdesign.com