কাজিপুরে ও এম এস চাল ও আটা বিক্রি শুরু

শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | ৫:৪৪ অপরাহ্ণ

কাজিপুরে ও এম এস চাল ও আটা বিক্রি শুরু
apps

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তক পরিচালিত ওএমএস ৩০ টাকা কেজি চাল ১৮ টাকা কেজি আটা খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে। ২২ জানুয়ারি কাজিপুর উপজেলার পৌরএলাকার তিনটি পয়েন্ট ডিলারের মাধ্যমে সকাল ৯ টা থেকেএ কার্যক্রম শুরু হয়। উক্ত ওএমএস চাল বিক্রি কার্যক্রম উপজেলা পরিষদ সংলগ্ন সিএন্ডবি সড়ক,আলমপুর চৌরাস্তা মোড় এবং খুদবান্দি বাজারে ঘুরে দেখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সোবহান, খাদ্য গুদাম অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ডিলার শরিফুল আলমসহ আরও অনেকে। খুদবান্দী পয়েন্ট এ কথা হয় উপকার ভোগী উপজেলার খুদবান্দি গ্রামের তেকানি পাড়ার অমেলা বেওয়ার সাথে। তিনি বলেন, এ অসময়ে চাল আটা কম দামে কিনে ভালোই হয়েছে। ভালো ভাবে কয়েক দিন খেতে পারব। খাদ্য গুদাম অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান বলেন, করোনা মহামারিতে নিম্নআয়ের মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খোলা বাজারে ৩০ টাকা কেজি চাল-১৮ টাকা কেজি আটা বিক্রি উদ্যোগ গ্রহন করেছে সরকার। সপ্তাহে ৬ দিন এ কার্যক্রম চলবে। একজন ডিলার সপ্তাহে ১ মেঃ টন চাল এবং ১ মেঃ টন আটা বিক্রি করতে পারবে।

Development by: webnewsdesign.com