কাজিপুরে এস এস সি পরীক্ষায় এক গ্রামে থেকে জিপিএ -৫ পেয়েছে ১০ জন

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ

কাজিপুরে এস এস সি পরীক্ষায় এক গ্রামে থেকে জিপিএ -৫ পেয়েছে ১০ জন
কাজিপুরে এস এস সি পরীক্ষায় এক গ্রামে থেকে জিপিএ -৫ পেয়েছে ১০ জন
apps

২০২২ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যায় কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পাইকরতলী গ্রাম থেকে জিপিএ -৫ সহ গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে ১০ জন শিক্ষার্থী।এবার এস এস পরীক্ষায় অংশ নেয় উপজেলার পাইকরতলী গ্রামের ১৫ জন শিক্ষার্থী।এর মধ্যে ১০ জন জিপিএ -৫ সহ গোল্ডেন প্লাস পেয়েছে ৮ জন।বাকিরা সবাই ৪ পয়েন্ট এর অধিক জিপিএ পেয়েছেন। গোল্ডেন প্লাস প্রাপ্তরা হলেন উক্ত গ্রামের হযরত আলীর পুত্র মোঃ সাফিউল ইসলাম সজীব ।

তার প্রাপ্ত নম্বর ১২৫৬,জাহাঙ্গীর আলমের পুত্র সাব্বির মাহমুদ,( ১২২২)শরিফুল ইসলামের পুএ সানজিদ মাহমুদ, কোরবান আলীর পুত্র রাব্বি হাসান( মুনলাইট),চান মিয়া আকন্দের পুত্র মুজাহিদুল ইসলাম শুভ (মুনলাইট),মুরশিদুল আলম রাজুর পুত্র সামিউল আলম,আব্দুর রশিদের পুত্র জুবায়ের মাহমুদ, ইউসুফ উদ্দিনের মেয়ে হালিমা খাতুন( তারাকান্দি উচ্চ বিদ্যালয়), রন্জনা খাতুনের মেয়ে তানিয়া খাতুন, রফিকুল ইসলামের মেয়ে মিম খাতুন। বাকি সবাই মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ দিকে ছোট গ্রামের ১০ জন শিক্ষার্থীর ভালো ফলাফলে গ্রামের সবাই আনন্দিত ও খুশিতে আপ্লূত হয়েছে।গ্রামের বাসিন্দা ডাক্তার রোকনুজ্জামান রোকন বলেন, “গ্রামের পল্লী এলাকার এমন পরিবেশে তারা যে ফলাফল অর্জন করেছে প্রশংসার দাবিদার। আগামীতে গ্রামের শিক্ষার জন্য আরও সুন্দর করতে পারলে তারা আরও ভালো রেজাল্ট করতে পারবে। আগামীতে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার সকলের প্রতি আহবান জানান। ” এছাড়া গ্রামের যারা ৪ পয়েন্ট এর অধিক জিপিএ পেয়েছেন রফিকুল ইসলামের পুএ জাকির হোসেন ৪.৪৪, আহমেদ আলীর পুত্র নাসির আহমেদ ৪.৯৬, স্বপনের পুত্র শিহাব জহুরি ৪.৮৯, শফিকুল ইসলামের পুএ কায়দা ই আজম ৪.৪৪, এবং মোকলেছুর রহমানের পুত্র ইমন ৪.৬৪।

Development by: webnewsdesign.com