কাজিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার রাস্তার সংস্কার কাজ শুরু

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | ৬:২৪ অপরাহ্ণ

কাজিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার রাস্তার সংস্কার কাজ শুরু
apps

কাজিপুর পৌর সভার গুরুত্বপূর্ণ আলমপুর টু মাথাইলচাপড় সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলে ঝুঁকিপূর্ণ ছিল। রাস্তার দুপাশের বিভিন্ন জায়গা ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে যানবাহন চলাচলে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কায় যাত্রী এবং পরিবহন চালকেরা স্বাভাবিক ভাবে চলতে পারে না।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অত্র রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও পিআইও আলহাজ্ব একে,এম শাহা আলম মোল্লা।

 

সম্প্রতি ঐ রাস্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ভাঙ্গা গর্তে পড়ে একটি অটোরিক্সা উল্টে যাবার ঘটনার ঘটেছে।

অবশেষে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উক্ত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। উপজেলা পরিষদের অর্থায়নে অত্র রাস্তার পাশের ধসে যাওয়া অংশে বালিভর্তি বস্তা ফেলা হচ্ছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, “ জনগণের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি সংস্কার হয়ে গেলে চলাচল স্বাভাবিক হবে।

Development by: webnewsdesign.com