কাজিপুরে ইউপি উপনির্বাচনে ১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার ; ৯ জনের মধ্যে প্রতিক বরাদ্দ 

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | ৭:৩১ অপরাহ্ণ

কাজিপুরে ইউপি উপনির্বাচনে ১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার ; ৯ জনের মধ্যে প্রতিক বরাদ্দ 
কাজিপুরে ইউপি উপনির্বাচনে ১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার ; ৯ জনের মধ্যে প্রতিক বরাদ্দ 
apps
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গত সোমবার একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এ নির্বাচনে এখন ৯ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মজিবুল হক জানান,  এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৯ জন।  এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। গত সোমবার  মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এখন চেয়ারম্যান  পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ মঙ্গলবার ৯ জনের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। তারা হলেন, আব্দুল্লাহ আল হাসান টেবিল ফ্যান,আয়নাল হক মোটরসাইকেল, আছের আলী সরকার আনারস,আব্দুস সোবহান টেলিফোন, এনামুল হক চশমা,সাইফুল ইসলাম ঢোল,জয়নাল আবেদীন অটোরিকশা, মতিয়ার রহমান ঘোড়া, ও হালিমা খাতুন দুটি পাতা প্রতীক পেয়েছেন।
আগামী ২৫ মে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

Development by: webnewsdesign.com