রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | ৭:৩৭ অপরাহ্ণ
সিরাজগন্জের কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারকে দুর্বৃত্তরা কুপিয়ে দুই পা গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন, অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে গান্ধাইল গ্ৰামের আপামর জনসাধারণ।
(১৬ জানুয়ারি) রবিবার সকাল থেকেই সিমান্তবাজার এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করে অত্র এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনসাধারণ।বিক্ষোভ কালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন , উপজেলা ছাত্রলীগের দুষ্কৃতকারী ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হন উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ার। তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অবরোধকারী ছাত্র লীগের নেতাকর্মীদের ঘটনায় দলীয় পদ থেকে ছাত্র লীগের অভিযুক্ত নেতাকর্মীদের স্থায়ী বহিস্কার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এসময় স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা। এদিকে অভিযুক্ত দুবৃত্তদেরকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলমান আছে। সহীদ সরোয়ার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার উপর হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে জনগণ।
এব্যাপারে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার বলেন, আহত সহীদ সরোয়ারের বোন হামিদা বানু বাদী হয়ে ছাত্র লীগের নেতা সহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে ।উল্লেখ কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারকে গতকাল শনিবার বিকেল তিনটায় তার নিজ গ্ৰাম গান্ধাইল (বড় মসজিদ) হটার মোড়ে দুবৃত্তদের হামলায় কুপিয়ে দুই পা জখম করার প্রতিবাদে মানববন্ধন, অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে গান্ধাইল গ্ৰামের আপামর জনসাধারণ।