কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা শাহা আলী’র ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা শাহা আলী’র ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা শাহা আলী'র ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
apps

কাজিপুরে উপজেলার গান্ধাইল গ্ৰামের মৃত আফজাল হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা শাহা আলী (মাস্টার) গত ৪ জুন রাতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। সোমবার ৫ জুন সকালে গান্ধাইল নয়াপাড়া ঈদগাঁও মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) ও পুলিশের একটি চৌকস দল রাস্ট্রীয় মর্যাদায় সম্মাননা জানান। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালামসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও আত্মীয় স্বজন এবং জনসাধারণ।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শাহা আলী বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি জাতি গঠনে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Development by: webnewsdesign.com