করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে যায় স্মার্ট ফোন নির্মান প্রতিষ্ঠান শাওমি’র কর্মীদের কর্মযজ্ঞ । তবে এবার কর্মীদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন কোম্পানিটির সিইও লেই জুন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমনটি বলেন।
অনুষ্ঠানে লেই জুন আরো বলেন, আমিও হুবেই প্রদেশের এবং উহানে চার বছর আমি কলেজে পড়েছি। সেখানকার জন্য আমার অনুভূতি গভীর।
বুধবার মধ্যরাত পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। এছাড়া চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন।চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।নিউ ইয়র্ক টাইমস।
Development by: webnewsdesign.com