করোনা সংক্রমণ আবার সিলেটে বাড়ছে, ২৪ ঘন্টায় ৪৫ জন শনাক্ত

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ২:২০ অপরাহ্ণ

করোনা সংক্রমণ আবার সিলেটে বাড়ছে, ২৪ ঘন্টায় ৪৫ জন শনাক্ত
apps

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। চলতি বছরের (জানুয়ারি থেকে মার্চ) তিন মাসের মধ্যে আজ বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ ৪৪ জন ও মৌলভীবাজারে আরও ১জন করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর আগে গত সোমবার ৩ মাসের সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২০জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৬৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫জন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬২০জন।

এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬২জন, হবিগঞ্জে ২ হাজার ১৫জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com