করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৪:১১ অপরাহ্ণ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি
apps

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি ভ্যাকসিন নেন।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে তারা তিনজনই করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

গত ৮ এপ্রিল দেশব্যাপী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকা প্রদান শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। পরে গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশব্যাপী টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

Development by: webnewsdesign.com