করোনায় রক্ষা পেতে প্লাস্টিক মুড়িয়ে বিমান ভ্রমণ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২:৪৪ অপরাহ্ণ

করোনায় রক্ষা পেতে প্লাস্টিক মুড়িয়ে বিমান ভ্রমণ
apps

বিশ্বব্যাপী আতঙ্কের নাম এখন প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চীনের কেন্দ্রস্থল হুবাই প্রদেশে আরও ১০৮ জন মারা গেছেন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২১১২ জনে। বিশ্বব্যাপী এ সংখ্যা অন্তত ২১২০ জন। চীনের বাইরে অন্তত আটজন মারা গেছেন। এর মধ্যে হংকং ও ইরানে দুইজন করে এবং তাইওয়ান, জাপান, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন।এই ভাইরাস থেকে মুক্তি পেতে সবাই অনেক সচতেন। করোনা আকান্ত হবার ভয়ে যে যা পারছেন করে যাচ্ছেন। সম্প্রতি সে রকমই এক অদ্ভুদ ঘটনা ঘটে গেছে। আতঙ্ক ও সংক্রামক থেকে রক্ষা পেতে পুরো শরীরে প্লাস্টিক জড়িয়ে প্লেন ভ্রমণ করেছেন দুই যাত্রী। ওই দুই যাত্রীর সামনের আসনে থাকা এক সহযাত্রী এ সংক্রান্ত ছবি টুইটারে পোস্ট করলে তা ভাইরাল হয়। যা খবরের শিরোনাম হয়েছে।পোস্ট করা ছবিতে দেখা যায়, সিডনি থেকে অস্ট্রেলিয়া উপকূলে হ্যামিলটন দ্বীপে যাওয়ার একটি ফ্লাইটে দুই যাত্রী মুখোশ, গ্লাভস এবং পুরো শরীর প্লাস্টিকের আবরণ দিয়ে নিজেদের আবৃত করে রেখেছেন।ছবি ও এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে ওই দুই যাত্রীর সহযাত্রী লিখেছেন, করোনা ভাইরাসকে খুব ভয় পান, এমন দুইজন বর্তমানে বিমানে আমার পেছনের আসনে রয়েছেন।এরইমধ্যে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে ১৫ জনের আক্রান্ত হওয়ার খবর এসেছে। এর সবকটিই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীনের উহান শহরের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত।করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া গত ১৪ দিনে চীন থেকে আগত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। তবে নিজেদের নাগরিকদের চীন থেকে আসার পর দেশে ফেরার অনুমতি রয়েছে। সেক্ষেত্রে ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া গত ১৪ দিনে চীন থেকে আগত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। তবে নিজেদের নাগরিকদের চীন থেকে আসার পর দেশে ফেরার অনুমতি রয়েছে। সেক্ষেত্রে ১৪ দিনের পর্যবেক্ষণ শেষে।

Development by: webnewsdesign.com