করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ২:২২ অপরাহ্ণ

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
apps

মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন দেশটিতে। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন অজস্র মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যে বিষয়টি উঠে এসেছে।

গত এক বছরে দেশটিতে একক কোনো দিনে এতসংখ্যক মানুষের মৃত্যু আর হয়নি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৫ হাজারেরও বেশি লোক। মারা গেছেন ৪ হাজার ৪৭০ জন।

করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, বুধবার বেলা ১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৭৩২ জন। আর মারা গেছেন তিন লাখ ৮৯ হাজার ৬২১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৩৮ লাখ ১৬ হাজার ২৩৮ মার্কিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৯৩ লাখ লোককে টিকার দুটি ডোজের একটি দেওয়া হয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম।

Development by: webnewsdesign.com