চারদিকে পাতা ঝরা মলিন গাছগুলো ঠাঁয় দাঁড়িয়ে। যেন করোনার বিষন্নতায় মলিন মুখে মেঘলা আকাশের সাথে বসতি গড়েছে। কোথাও যেন একটু সুখের খবর নেই। এক করোনায় পুরো বছরই ছিল লণ্ডভণ্ড। বিবর্ণ এক বছর শেষ হওয়ার পথে। থামছে না করোনার হিংস্রতা। এ বছরটি ভুলে থাকতে চান অনেকেই। ২০২১ সাল সামনে রেখে এখন আশার আলো দেখছে বিশ্ববাসী।
পৃথিবীর ইতিহাসে এরকম কপাল ভাঁজের সময় আর এসেছে কি-না সন্দেহ। লাখ লাখ মানুষের মৃত্যুতে প্রিয়জন হারানোর বেদনায় কম ভারী হয়নি বাতাস।
‘মেঘ কেটে আলো’ আসার বাণী যদি সত্যি হয়ে থাকে, তাহলে ২০২১ হতে পারে করোনাবিহীন এক মেঘমুক্ত আকাশের মত। যেখানে পাতাবিহীন মলিন বৃক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকাশ তার শুভ্রতা ছড়াবে পৃথিবীর বুকে।
পুরো বছরই ছিলো-অর্থনৈতিক ক্ষতি। বন্ধু, পাড়া, পড়শির বাড়ি বেড়ানো থেকে শুরু করে সব জায়গা-ই ছিলো করোনার দাপট।
Development by: webnewsdesign.com