করোনার মধ্যেই পরিবর্তিত সূচিতে অস্ট্রেলিয়ান ওপেন!

শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | ৫:৪৪ অপরাহ্ণ

করোনার মধ্যেই পরিবর্তিত সূচিতে অস্ট্রেলিয়ান ওপেন!
apps

মহামারি করোনাভাইরাসের মধ্যেই পরিবর্তিত সূচিতে অস্ট্রেলিয়ান ওপেন আয়োজনের সিদ্ধান্তে অনড় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগেই তিন সপ্তাহ পিছিয়ে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে।

মেলবোর্নে জৈব সুরক্ষাবলয়ে অস্ট্রেলিয়ান ওপেন আয়োজনের জোর প্রস্তুতির মধ্যে করোনার হানায় নতুন সংকট তৈরি হলেও টুর্নামেন্ট আর পেছানো হবে না বলে রোববার সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

১৭টি চার্টার্ড বিমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হচ্ছে।

গত দুই দিনে লস অ্যাঞ্জেলেস ও আবুধাবি থেকে আসা দুটি বিমানের চারজন যাত্রী করোনা পজিটিভ হওয়ায় তাদের সংস্পর্শে আসা ৪৭ জন খেলোয়াড়কে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

মেলবোর্নের হোটেলে ১৪ দিন একরকম বন্দিজীবন কাটাতে হবে তাদের। অনুশীলন দূরে থাক, হোটেল রুমের বাইরেই যেতে পারবেন না কেউ। ফলে প্রস্তুতির ঘাটতি থাকায় শেষ মুহূর্তে অনেকেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারেন।

Development by: webnewsdesign.com